Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce Granted By Court চাহাল–ধনশ্রীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল৷ অবশেষে তাঁদের দাম্পত্য–সফর এখানেই শেষ হল৷ আইপিএলের দু’দিন আগে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেল ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal Divorce) ও ধনশ্রী ভার্মার। মুম্বইয়ের একটি পরিবার আদালত বৃহস্পতিবার এই বিচ্ছেদে সিলমোহর দিয়েছে। কত খোরপোশ দিতে হবে চাহাল? বম্বে হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছিল, চাহালকে (Yuzvendra Chahal Divorce) খোরপোশ হিসাবে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিতে হবে। এখনও পর্যন্ত তিনি ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: ‘Don 3’ ছাড়লেন সন্তানসম্ভবা কিয়ারা, তাঁর পরিবর্তে কে আসছেন জানেন? যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal Divorce) আইনজীবী সংবাদমাধ্যমকে জানান, ‘চাহালের সঙ্গে ধনশ্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা আর স্বামী–স্ত্রী নেই। এখন তাঁরা স্বাধীনভাবে নিজেদের মতো করে জীবন যাপন করতে পারবেন।’ ২০২০ সালের ডিসেম্বরে জমাটি অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যুজবেন্দ্র এবং ধনশ্রী। তবে জানা যায় বিয়ের ২ বছরের মধ্যেই তাঁদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জনের মাত্রা বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত ২০২৫–এ স্বামী–স্ত্রীর সম্পর্কে ইতি টানলেন তাঁরা৷
(Reuters) -Ticketmaster-parent Live Nation reported a rise in third-quarter revenue on Tuesday, helped by demand…
VIDEO SHOWS: HIGHLIGHTS OF AL AHLI BEATING AL SADD 2-1 IN THE AFC CHAMPIONS LEAGUE…
VIDEO SHOWS: HIGHLIGHTS OF BURIRAM UNITED BEATING SHANGHAI PORT 2-0 IN THE AFC CHAMPIONS LEAGUE…
Nov 4 (Reuters) - Strategy Inc: * STRATEGY: MAY OFFER, SELL SHARES OF VARIABLE RATE…
(Reuters) -Shares of iHeartMedia hit their highest in more than two years on Tuesday after…
Los Angeles (dpa) - Researchers at the Mayo Clinic in the United States say they…