Has Mamata Banerjee’s London visit been postponed? হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শনিবার লন্ডনের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু শোনা যাচ্ছে আগামিকাল নয়, হয়তো সোমবার রওনা দিতে পারেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কোনও কিছুই জানানো হয়নি৷ কী জানা গিয়েছে? সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আগামিকাল ২২ মার্চ সকাল ৯টা ১০ মিনিটে মুখ্যমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। শনিবার রাত ৮টাতেই হিথরোতে নামার কথা ছিল তাঁর। কিন্তু এই সফরের আগেই, লন্ডন বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয় সেখানে৷ ফলত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়৷ আরও পড়ুন: Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে থাকাকালীন রাজ্যের ভার কাদের হাতে? তবে ২২–এর পরিবর্তে ২৪ মার্চ অর্থাৎ সোমবার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে সূত্রের খবর। সেখানে ২৫, ২৬ এবং ২৭ মার্চ, পরপর একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে এই তারিখের হেরফেরে তাতে কোনও পরিবর্তন হতে চলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়৷ প্রসঙ্গত, টানা আট দিনের সফরের সময় রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব কাদের হাতে থাকবে, বৃহস্পতিবারই তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ প্রশাসন এবং মন্ত্রীদের জন্য পৃথক পৃথক টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন তিনি৷। জানা গিয়েছে, এই টাস্ক ফোর্সে থাকছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভার্মা প্রমুখরা। মন্ত্রীদের নিয়ে গঠিত পৃথক একটি টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে৷ সেখানে মন্ত্রীদের মধ্যে থাকছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু । এদিকে দলের দায়িত্ব থাকবে সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে৷ Tags: bangla news Heathrow india news bangla London Mamata Banerjee Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.
NewsVoirNew Delhi [India], September 19: Ai+ Smartphone has announced special festive pricing for its two…
Geneva [Switzerland] September 19 (ANI): At the 60th session of the United Nations Human Rights…
New Delhi [India], September 19 (ANI): Thanking students, newly elected Delhi University Students' Union (DUSU)…
HT SyndicationNew Delhi [India], September 19: In a move that's set to reshape the fitness…
Nagpur (Maharashtra) [India], September 19 (ANI): NCP MP Sunil Tatkare on Friday called Congress Overseas…
New Delhi [India], September 19 (ANI): The Ministry of External Affairs on Friday strongly affirmed…