IND vs AUS Champions trophy 2025: India won by 4 wickets অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাস্ত করে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির (IND vs AUS) ফাইনালে পৌঁছে গেল ভারত। এদিন সেমি–ফআইনালে অস্ট্রেলিয়া ১০ উইকেটে ৪৯.৩ ওভারে ২৬৪ রান তোলে৷ এই রান তাড়া করতে নেমে জবাবে ভারত ৬ উইকেটে ৪৮.১ ওভারে ২৬৭ রান তুলে জয়ী হয়৷ ভারতের দুর্ধর্ষ পারফরম্যান্স ২০২৩ বিশ্বকাপে হারের জবাব দিল ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে৷ বিরাট কোহলিদের ব্যাটের দাপটে উড়ে গেল অজিরা! মঙ্গলবার টসে জিতে ব্যাট ধরে অস্ট্রেলিয়া৷ অজিদের (IND vs AUS) দেওয়া লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট ধরে ভারত৷ ৩০ রানে প্রথম উইকেট পড়ে। ৪৩ রানে বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ভারতের দিকে ফের ম্যাচের পাল্লা ভারী হয় শ্রেয়স–কোহলির জুটির পারফরম্যান্সে। ৪৫ রানে শ্রেয়স হঠাৎই আউট হয়ে যান৷ ৩৪ বলে ২টি চার এবং ২টি ছয়–সহ ৪২ রান করেন কেএল রাহুল। রবীন্দ্র জাদেজা ১ বলে ২ রান করে অপরাজিত থেকে যান৷ শেষ অবধি ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (IND vs AUS) ফাইনাল পৌঁছে যাওয়া নিশ্চিত হয়ে যায় ভারতের। আরও পড়ুন: Ind vs Pak: বাংলাদেশের পর পাকিস্তান, ভারতের কাছে ধরাশায়ী রিজওয়ানরা, বিরাটদের শুভেচ্ছা মমতার আগামিকাল ৫ মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে যে দল জয়ী হবে, তাদের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে হবে। সব মিলিয়ে এখন ক্রিকেটজ্বরে কাবু ক্রীড়াপ্রেমীরা৷
New Delhi [India], September 19 (ANI): Popular singer Zubeen Garg passed away in a tragic…
New Delhi [India], September 19 (ANI): The Ministry of External Affairs (MEA) responded to the…
Handwara (Jammu and Kashmir) [India], September 19 (ANI): In its continuous drive against the menace…
VMPLBengaluru (Karnataka) [India], September 19: Stovekraft Limited, India's leading manufacturer of kitchen appliances and cookware,…
New Delhi [India], September 19 (ANI): Decorated spinner Anil Kumble has advocated for left-arm ball…
Geneva [Switzerland], September 19 (ANI): Sambhali Trust, an Indian NGO, has called on the UN…