IMD predicts rainfall, thunderstorms in parts of West Bengal, orange alert issued ফের বঙ্গে ঝড়–বৃষ্টির (West Bengal Weather) সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় বেশ কয়েকটি জেলায়৷ জানা গিয়েছে, ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে৷ দক্ষিণবঙ্গের আবহাওয়া: বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের (West Bengal Weather) একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতাতেও হালকা বৃষ্টি হয়৷ শুক্রবার বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই বাংলার বহু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ঝড়–বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া: শুক্রবার উত্তরবঙ্গের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া–সহ বৃষ্টির (West Bengal Weather) সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শনিবার মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ঝড়– শিলাবৃষ্টি–মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা৷ আরও পড়ুন: Mamata Banerjee: হিথরো অগ্নিকাণ্ডে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা? কবে যাবেন তিনি? এই ঝড়–বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নিচে নামতে পারে বলে আশা করা হচ্ছে। যার ফলে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে৷ Tags: bangla news india news bangla Weather Forecast Weather Report West Bengal Weather Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.
459